1. psbd@gmail.com : Crazy VFX Media : Crazy VFX Media
  2. rafi@bdyoutubecommunity.com : Rafi Bhuiyan : Rafi Bhuiyan
স্ক্রিপ্ট রাইটিং কি, স্ক্রিপ্ট লেখার সহজ উপায় টিপস
স্ক্রিপ্ট রাইটিং কি
স্ক্রিপ্ট রাইটিং কি, স্ক্রিপ্ট লেখার সহজ উপায় টিপস

একটি ভিডিও স্ক্রিট হল একটি ভিডিও চিত্রের ক্রোন লজিকাল রাডাউন অথবা কালানুক্রমিক গতিধারার পরিকল্পনা। সুট, একশন, কথোপকথন, কখন কে কিভাবে বলবে। এগুলো সজ্জিত করে রাখার কাজ হল স্ক্রিপ্টের। প্রতিটি সৃষ্টি যদি পরিকল্পিত হয় তবে সে সৃষ্টি বা পরিকল্পনার প্রভাব ছড়িয়ে যায় সবার মাঝে। প্রতিটি কন্টেন ক্রিয়েটর এমনটাই হোক এটাই সবার প্রত্যাশা। তাই আজকের আমরা আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে Script লিখবেন? মনে রাখবেন সঠিকভাবে এবং মানসম্মত স্ক্রিপ্ট তৈরি করতে পারলে ভিডিও তৈরি করা অনেক সহজ হয়ে যায়।

এছাড়াও দর্শকদের জন্য চাহিদা অনুযায়ী তত্ত্ব সুন্দরভাবে উপস্থাপন করা যায় তারপরে দর্শকরাও নিজের প্রতি আকৃষ্ট হয়।আপনি যদি এই স্ক্রিপ্ট এর বিষয়টি ফলো করে থাকেন তবে আপনার কনটেন্ট কোয়ালিটি বেড়ে যেতে বেশি সময় লাগবে না। তার আগে বন্ধুরা আপনাদেরকে বলে নিচ্ছি আপনারা যদি আমাদের ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ইউটিউব সংক্রান্ত সকল সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

আজকে বন্ধুরা আমরা আপনাদের মাঝে ভিডিও তৈরি করার জন্য স্ক্রিপ্ট শেয়ার করবো সেটি আমরা বিভিন্ন সফল ইউটিউবারদের ব্যবহার করতে দেখেছি । আপনারা চাইলে এভাবে স্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন তবে স্ক্রিপ্টে যে যে বিষয় থাকে সেগুলো আমি আপনাদের পরিপূর্ণভাবে বুঝিয়ে না দিলে পরবর্তীতে আপনারা বিভিন্ন প্রবলেম ফেস করতে পারেন। কষ্ট করে পুরো কনটেন্টটি পড়ুন। আপনি যখন আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করতে যাবেন তখন অবশ্যই আপনার কন্টেনের টপিক কি হবে এবং বিষয়বস্তু কি হবে সেটি আগে নির্ধারণ করতে হবে।

টপিক এবং বিষয়বস্তু নির্ধারণ হয়ে যাবার পর আপনাকে একটি টাইটেল এবং থাম্বেল এর যেই লেখাটি রয়েছে সেটি ঠিক করে নিতে হবে। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আপনি যে টাইটেলটি লিখবেন সেটি কোন মতে ৬০ টি অক্ষরের বেশি না হয়। সর্বোচ্চ হলে আপনি 70 পর্যন্ত ব্যবহার করতে পারেন। এই বিষয়টি সবসময় মাথায় রেখে কাজ করবেন। এছাড়াও আপনার ইউটিউব টাইটেল অপটিমাইজেশন করার ক্ষেত্রে এ পদ্ধতি সবচেয়ে বেশি কাজে আসে।

টাইটেল সেট করার আগে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হলো মানুষ যেন আপনার টাইটেল প্রতি আকৃষ্ট হয় এবং টাইটেল দেখে মানুষ যেন আপনার ভিডিওতে ক্লিক করে অর্থাৎ টাইটেলটি অবশ্যই এট্রাক্টিভ হতে হবে। এই বিষয়টা আপনাকে একটু চিন্তা করে তারপরেই দিতে হবে। তবে এগুলো চিন্তা করতে করতে কখনোই ক্লিক বেট করা যাবেনা। অর্থাৎ আপনার ভিডিওতে রয়েছে যে টপিক আপনি টাইটেল দিয়েছেন অন্য টপিকে সেটি করা যাবে না। দেখা করব একজন ভিজিটর আপনার টাইটেল দেখার পর ভিডিওতে করল এবং সে সেই টপিক অনুযায়ী ভিডিও পায়নি তখন ওই ভিজিটর আপনার ভিডিওতে রিপোর্ট করে দিবে এবং আপনার ভিডিওতে একটি খারাপ প্রভাব পড়বে। এতে করে আপনার ভিডিওগুলো রেংকিং ইউটিউব কমিয়ে দিতে থাকবে।

কিভাবে Script লিখবেন?

সুতরাং এ ধরনের কাজ কখনো করা যাবেনা। এরপর বন্ধুরা চলুন থাম্বেল কিভাবে লিখবেন সে বিষয়ে আসা যাক। youtube থাম্বেল ডিজাইনের ক্ষেত্রে সর্বোচ্চ চারটি ওয়ার্ডের একটি সেন্টেন্স ব্যবহার করতে পারেন। এতে করে আপনি যখন ভিডিওতে কথা বলবেন তখন আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বেল এর মধ্যে একটি সাদৃশ্য বজায় থাকবে। থাম্বেল যত ছোট থাকবে সেটা মানুষের কাছে ততোই করতে সহজ হবে এবং মানুষ ততবেশি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

তারপর আমরা চলে যাব holk। একটি ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই ভিডিওতে থাকা holk। এ বিষয়টি শেয়ার করার আগে আপনার কাছে একটি বিষয় শেয়ার করে রাখি সেটি হল আপনি যদি কনটেন্ট রাইটিং এ দক্ষ হয়ে থাকেন তবে ইউনিক ভিডিও স্ক্রিপ্ট লেখা আপনার কাছে পানিভাত মনে হবে । এখন আমরা জেনে নিব ভিডিও হোক আসলে কি। একটা ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো ভিডিও হুক যেটিকে আপনি জাল অথবা দর্শকদের আকৃষ্ট করার ফাঁদ বলতে পারেন। আপনি যখন আপনার ভিডিওটি স্টার্ট করবেন তখন ভিডিওর প্রথম 50সেকেন্ড  থেকে এক মিনিট পর্যন্ত আপনার ভিডিওতে যা যা আপনি বলবেন তার ওপর নির্ভর করবে দর্শক আপনার ভিডিওটি সম্পূর্ন দেখবে কিনা।

সুতরাং আপনিও আপনার ভিডিওর জন্য ঠিক একইভাবে একটি হোক রেডি করবেন যার মাধ্যমে দর্শকরা আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হয় এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তার ভিতরে আগ্রহ জাগে। এরপর যে অংশটি রয়েছে তার নাম হলো ইন্ট্রো। এ ব্যাপারে আমি আপনাদের তেমন কিছু বলবো না কারণ এটা তেমন কোন ম্যাটার করে না একটা। তবে আপনি যদি ইন্ট্রো ইউজ করেন তবে সেটি আপনার ভিডিও সৌন্দর্য বাড়াবে। এরপর হলো বডি। আপনার ভিডিওর টাইটেল থাম্বেল এবং আমরা এতক্ষণ পর্যন্ত যে হুক এর কথা বলেছি এরপর আপনি যখন আপনার ভিডিওর মূল আলোচনায় আসবেন তাকেই বডি বলা হয়।

আপনি চাইলে আপনার কন্টেনের বডি কে ওয়ার্ড বাই ওয়ার্ড আকারে সাজাতে পারেন এক্ষেত্রে আপনি পুরো ভিডিওতে বডি অংশে কি বলবেন তা একবার দেখে নিবেন। ভিডিও তৈরি করার সময় আপনারা তা দেখে বলতে থাকলেন। তবে এটা তাদের জন্য প্রযোজ্য যারা এটা অনেক বেশি মনে রাখতে পারে এবং যাদের মস্তিষ্ক খুবই ভালো। আর বুলেট পয়েন্ট আকারে বডি লেখার কারণ হলো যারা মনে রাখতে পারে না কিন্তু কোনও একটি বিষয়বস্তু ফ্রী আকারে বলতে পারে তাদের জন্য।

এক্ষেত্রে আপনি কন্টেনের মূল বিষয়বস্তু গুলোক বুলেট পয়েন্ট আকারে সাজিয়ে নিবেন এবং ভিডিও তে কথা বলার সময় আপনি সেই ভুলের পয়েন্টগুলো একবার করে দেখে নিয়ে ফ্রী মত আপনার বলতে পারেন। উপর আপনি চাইলে বোনাস টিপস ব্যবহার করে আপনি আপনার দর্শকদের কাছ থেকে একটি একশন চাইতে পারেন। এটি প্রত্যেক ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি ভিডিওতে বলছেন ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওস বল কোন মতামত থাকলে আপনি কমেন্টের মাধ্যমে জানান এটি হলো বোনাস টিপস। এরপরে দর্শকদের কাছ থেকে কল টু অ্যাকশন বৃদ্ধি পাবে এবং ইউটিউব আপনাকে ভালো চোখে দেখবে।

আপনি চাইলে আপনার ইউটিউব ভিডিও স্ক্রিম দুই ভাবে শেষ করতে পারেন এর মধ্যে প্রথম ধাপটি আপনি বলবেন জয়নগর গ্রুপ ফর হেলথ অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিও এন্ড সাবস্ক্রাইব দা চ্যানেল। পরের ধাপে আমরাএন্ড্ স্ক্রিনে দুটো ভিডিও দিয়ে দেবো। এতে করে যেটি হবে সেটি হলো আমাদের যে ভিজিটর আছে সে আমাদের ভিডিও দেখার কারণে ইউটিউবে আরো বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবে। আর ইউটিউব এর অ্যালগরিদম সবসময় একটা বিষয় চাই সেটি হল একটি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার পর ওই ভিজিটর আরো বেশকিছু সময় ইউটিউবে থাকুক। তাই আপনি চাইলে এভাবে আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখতে পারেন। পোস্টটি  যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।

আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন
About The Author
Rafi Bhuiyan
আসসালামুয়ালাইকুম আমার নাম Rafi Bhuiyan। BD YouTube Community ওয়েবসাইট আমি পরিচালনা করি আমার সাথে আরো কয়েকজন বন্ধু আছে। পাশাপাশি আমরা বর্তমান সময় বাংলাদেশের বড় বড় ইউটিউব চ্যানেল পরিচালনার দায়িত্ব পালন করছি দীর্ঘ কয়েক বছর ধরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ওয়েবসাইটে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।