1. psbd@gmail.com : Crazy VFX Media : Crazy VFX Media
  2. rafi@bdyoutubecommunity.com : Rafi Bhuiyan : Rafi Bhuiyan
ভিডিওতে মনিটাইজেশন অন করার নিয়ম
ভিডিওতে মনিটাইজেশন অন করার নিয়ম
ভিডিওতে মনিটাইজেশন অন করার নিয়ম

আসসালামুআলাইকুম বন্ধুরা আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তবে আজকের এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য। আপনার ইউটিউব ভিডিও পরিচালনার ক্ষেত্রে আজকে আমরা আপনাদের মাঝে যেসব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। সেসব তথ্য প্রয়োজনীয়তার অবশ্যই আপনার সম্মুখীন হতে হবে। পুরো পোস্টটি আপনি মনোযোগ সহকারে পড়বেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন। এবং পরবর্তীতে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সেই অনুযায়ী কাজ করবেন তাহলে খুব দ্রুত আপনি আপনার ইউটিউব চ্যানেলে সাকসেস হতে পারবেন। ইউটিউব সংক্রান্ত এ ধরণের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ইউটিউব সংক্রান্ত তথ্য জানতে বিডি ইউটিউব কমিউনিটি ওয়েবসাইট ভিজিট করুন। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক

মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে ভিডিও মনিটাইজ করবেন?

ইউটিউবে সফলভাবে মনিটাইজেশন পাওয়ার পরে অবশ্য বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ধাপ রয়েছে যা আপনাকে সম্পন্ন করতে হবে। এছাড়া ইউটিউবে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসেস রয়েছে যেগুলোর সফলভাবে সম্পন্ন করার পর আমরা আমাদের ইউটিউব চ্যানেল এডভেটাইজ জন্য প্রস্তুত করে। তার জন্য আমাদের প্রয়োজন পড়ে ভিডিও মনিটাইজ করা ওয়াচ পেজ মনিটাইজ করা এবং সেইসাথে শর্ট পেজ মনিটাইজেশন এনাবল করা। এসব মনিটাইজেশন আপনারা কিভাবে এনাবল করবেন এবং সেইসাথে মনিটাইজেশন নিউ ট্রানস এখন পর্যন্ত যারা অ্যাকসেপ্ট করেননি অথবা পাননি তারা কিভাবে তা এনাবল করবেন অথবা পাবেন। মনিটাইজেশন ক্ষেত্রে এই বিষয়গুলো কিভাবে স্টেপ বাই স্টেপ সম্পন্ন করে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন

মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে ভিডিও মনিটাইজ করবেন?

মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে ভিডিও মনিটাইজ করবেন তা নিয়ে আমরা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। যাতে করে আপনারা ইউটিউব মনিটাইজেশন পাওয়ার পর কোন ধরনের সমস্যার সম্মুখীন না হন। এজন্য আপনাকে অবশ্যই আপনার প্রথমে মনিটাইজেশন পাওয়া ইউটিউব চ্যানেল টি ওপেন করতে হবে। সেখানে আপনি একটি পপ-আপ বক্স দেখতে পারবেন। সেখানে আপনাকে ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়ার পর অভিনন্দন জানানো হবে। এরপর আপনাকে লেটস গো অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে আর্ন মানি অপশন আসবে সেখানে আপনি।

সেখানে আপনার দুইটি অপশন দেখতে পাবেন সেগুলো হলো ওয়াচ পেজ এড এবং শর্ট ফিড এড। প্রথম অপশনটি হলো লং ভিডিওর জন্য এবং দ্বিতীয় অপশনটি হলো শর্ট ভিডিওর জন্য। যাই হোক একাকে আমরা প্রত্যেকটি বিষয় বস্তু দেখাবো এবং এরপরে আমরা আপনাদের ভিডিও মনিটাইজেশন দেখিয়ে দিব যাতে করে আপনার খুব দ্রুত আর্নিং যেতে পারেন।

ওয়াচ পেজ অ্যাড মনিটাইজেশন এনাবল করা

ওয়েটলান্ড অপশনে গিয়ে আপনাকে ওয়াচ পেজ অ্যাড এর নিচে লেখা গেট স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি ট্রান অন অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। এরপর আপনার কাছে একটি রিভিউ ওয়াজ পেজ ট্রামস অপশনাল। এরপর একসেপ্ট অপশন এ ক্লিক করে নিচে একসেপ্ট এন্ড নেক্সট ক্লিক করতে হবে। এরপর রিভিউ ইউর অ্যাড ডিফল্ট নামের একটি অপশন আসবে। এখানে আসার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করুন। which video do you want to monitize নামে আরেকটি অপশন চলে আসবে। এখানে আপনাকে অল অফ মাই এক্সাইটিং ভিডিও অপশনে ক্লিক করতে হবে। তার আগে অবশ্যইআপনার শিওর হয়ে নিতে হবে যে আপনার প্রত্যেকটি ভিডিও ইউটিউবে এডভারটাইস ফ্রেন্ডলি কিনা। সিওর হওয়ার পর এরপর আপনাকে মনিটাইজেশন অল অপশনে ক্লিক করতে হবে।

এরপর কিছু সময় নেবে এবং অটোমেটিকলি আপনার ইউটিউব ভিডিও মনিটাইজেশন হয়ে যাবে। ইউটিউব ভিডিও মনিটাইজেশন হওয়ার পর আপনার সামনে সি মাই অ্যানালিটিক্স নামে একটি অপশন আসবে সেখানে ক্লিক করতে হবে। সেখানে আপনি আপনার অ্যানালিটিকস দেখতে পারবেন।

শর্ট ভিডিও মনিটাইজেশন এনাবেল করা

শর্ট ভিডিও এনাবল করার জন্য আপনাকে পুনরায় আবার earn অপশনে আসতে হবে। এরপর শর্ট ফিড অ্যাড অপশনে গিয়ে টার্ন অন অপশনে ক্লিক করতে হবে। এরপর পুনরায় আগের মতো এরপর আপনার কাছে একটি রিভিউ শর্ট ফিড ট্রামস অপশনাল আসবে। এরপর একসেপ্ট অপশন এ ক্লিক করে নিচে একসেপ্ট এন্ড নেক্সট ক্লিক করতে হবে। এরপর সী ইউর এনালাইটিক্স অপশন আসবে সেখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে আপনার আর্নিং এনালাইটিকস অপশন একটিভ হয়ে গিয়েছে শর্ট ভিডিওতে। এছাড়াও ওভারভিউ অপশনে গিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার দুটি অপশনে মনিটাইজেশন একটিভ হয়ে গিয়েছে।

সিঙ্গেল ভিডিও মনিটাইজেশন এনাবল করা

এর জন্য আপনাকে প্রথমে কন্টেন অপশনে যেতে হবে এবং সেখানে আপনি কোন কোন ভিডিওতে মনিটাইজেশন অন রাখবেন এবং কোন কোন ভিডিওতে নোটেশন অফ করবেন তা ঠিক করতে পারবেন। এছাড়াও একটি অপশন আছে এজন্য আপনাকে ভিডিওর নিচে পেন আইকনে ক্লিক করতে হবে। পেন আইকনে ক্লিক করার পর মনিটাইজেশন অপশনে যেতে হবে। মনিটাইজেশন অপশনে আসার পর আপনার সবগুলোতে টিক মার্ক দিয়ে মনিটাইজেশন অফ থাকলে অন করে দিবেন। এছাড়াও আপনি চাইলে মিড রুলস add-on করার জন্য পুনরায় মনিটাইজেশন অপশনে যেতে হবে এবং সেখানে ম্যানেজমেন্ট রুলস অপশনে ক্লিক করতে হবে।

সে ক্ষেত্রে আপনি চাইলে কাস্টমাইজ করে আপনার পছন্দ অনুযায়ী ভিডিওর বিভিন্ন জায়গায় বসাতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে আপনার ভিডিওর যে অংশে অ্যাড শো করতে চান সেখানে ক্লিক করে অ্যাড ব্রেক অপশনে ক্লিক করতে হবে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে তারপর সেভ অপশনে ক্লিক করতে হবে।

ইউটিউব নিয়ে সম্প্রতি এই ধরনের আরো অনেক আর্টিকেল আমাদের bd youtube community ওয়েবসাইটে রয়েছে আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে ঘুরে দেখতে পারেন। ইউটিউব সম্পর্কে এ ধরণের আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।

আশাকরি মোটামুটি মনিটাইজেশন সম্পর্কে আপনি ভালো একটা ধারণা অলরেডি পেয়েছেন। তারপরও যদি আপনার মনে কোন প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দিব। পাশাপাশি আমাদের ওয়েবসাইটটি ভালো লাগলে আমাদের ওয়েবসাইটে আরো অনেক আর্টিকেল আছে যে আর্টিকেলগুলো আপনি পড়তে পারেন। আমাদের ওয়েবসাইটে আপনার মূল্যবান সময় দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন
About The Author
Rafi Bhuiyan
আসসালামুয়ালাইকুম আমার নাম Rafi Bhuiyan। BD YouTube Community ওয়েবসাইট আমি পরিচালনা করি আমার সাথে আরো কয়েকজন বন্ধু আছে। পাশাপাশি আমরা বর্তমান সময় বাংলাদেশের বড় বড় ইউটিউব চ্যানেল পরিচালনার দায়িত্ব পালন করছি দীর্ঘ কয়েক বছর ধরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ওয়েবসাইটে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।