এখন আমরা শিখব কিভাবে খুব সহজে মোবাইলের সাহায্যে প্রফেশনাল অডিও এডিটিং ও অডিও রেকর্ডিং করা যায়। আমরা সবাই জানি একটা ভিডিও যতই ভালো হোক না কেন যদি অডিও খারাপ হয় তাহলে ভিডিওটা কে খারাপ হিসেবে ধরা হয়। এই কারণে ছোট-বড় সব ধরনের ইউটিউবারের প্রফেশনাল মোবাইল অডিও রেকর্ড এবং এডিট শেখা প্রয়োজন। আপনি যদি ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনাল অডিও এডিটিং পাশাপাশি অডিও রেকর্ডিং শিখতে চান তাহলে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ পড়ুন পাশাপাশি নিচে থাকে ইউটিউব ভিডিওটি দেখুন। নিচে থাকা ইউটিউব ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে মোবাইলের সাহায্যে কিভাবে প্রফেশনাল অডিও রেকর্ডিং ও অডিও এডিটিং করা যায়। আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন অথবা আর্টিকেলটি পড়তে পারেন। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক।
আমার মতন হয়তো অনেক ইউটিউবার আছে যারা মোবাইলের সাহায্যে ইউটিউব এর কম বেশী সকল যাবতীয় কাজ করে থাকে। আপনার কাছে যদি কম্পিউটার না থাকে তাহলে চিন্তা করবেন না কারণ বর্তমান সময় মোবাইলের সাহায্যে খুব সহজে প্রফেশনাল অডিও রেকর্ডিং ও এডিটিং করা যায়। আমরা মূলত অডিও রেকর্ডিং ও অডিও এডিটিং করার জন্য Dolby On অ্যাপসটি ব্যবহার করব অ্যাপসটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে গুগল প্লে স্টোর ও অ্যাপ অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। রেকর্ড করা ভিডিও থেকে অডিও আলাদা করার জন্য আমরা MP3 Video Converte অ্যাপসটি ব্যবহার করব। আমরা খুব সহজেই দুইটা অ্যাপস গুগল প্লে স্টোর ও অ্যাপ অ্যাপস স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারব। কিভাবে ডাউনলোড করব কিভাবে ব্যবহার করবেন বাকি বিস্তারিত বিবরণ অবশ্যই নিচে দেওয়া আছে।
Dolby On এপসটি ব্যবহার করে আমরা খুব সহজে ক্রিস্টাল ক্লিয়ার অডিও রেকর্ড ও অডিও এডিটিং করতে পারব। অ্যাপসটি ব্যবহার করা খুব সহজ আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন অথবা আইফোন ইউজার হয়ে থাকেন উভয় ক্ষেত্রে অ্যাপসটি ব্যবহার করতে পারবেন কারণ অ্যাপসটির সম্পুর্ন ফ্রী। অ্যাপসটি কিভাবে ব্যবহার করবেন সকল বিস্তারিত বিবরণ উপরে থাকা টিউটোরিয়াল ভিডিওতে দেওয়া আছে আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন। পাশাপাশি ডাউনলোড অপশন ও কিভাবে ডাউনলোড করবেন সকল বিস্তারিত বিবরণ নিচে দেওয়া আছে। তাহলে এখনি দেরি না করে অ্যাপসটি ডাউনলোড করে অডিও রেকর্ডিং করা শুরু করে দিন মোবাইলের সাহায্যে।
সফটওয়্যার টি নাম | Dolby On |
ডেভলপারের নাম | Dolby Laboratories Inc. |
মোট ডাউনলোড | ১,০০০,০০০+ |
সফটওয়্যার সাইজ | ১২M সাইজ |
বর্তমান ভার্সন | 1.8.0 ভার্সন |
লাস্ট আপডেট | ২৮ এপ্রিল, ২০২২ |
এন্ড্রয়েড ভার্সন | 8.0 এবং বেশি ভার্সন |
যেকোন ভিডিও থেকে অডিও আলাদা করার জন্য আমরা মূলত MP3 Video Converter অ্যাপসটি ব্যবহার করব। অ্যাপসটি ব্যবহার করা খুব সহজ অ্যাপসটির মাধ্যমে আপনি শুধু ভিডিও থেকে অডিও আলাদা করতে পারবেন। অ্যাপসটি আপনি খুব সহজে গুগল প্লে স্টোর অ্যাপ অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। অ্যাপসটির ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো আপনি চাইলে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন অবশ্যই সকল বিস্তারিত বিবরণউপরে থাকা টিউটোরিয়াল ভিডিওতে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন।
সফটওয়্যার টি নাম | Dolby On |
ডেভলপারের নাম | Springwalk, Inc. |
মোট ডাউনলোড | ১০০,০০০,০০০+ |
সফটওয়্যার সাইজ | ১২M সাইজ |
বর্তমান ভার্সন | 1.10 ভার্সন |
লাস্ট আপডেট | ২৯ অক্টোবর, ২০২১ |
এন্ড্রয়েড ভার্সন | 4.1 এবং বেশি ভার্সন |
WaveEditor সফটওয়্যারটি ব্যবহার করে আপনি খুব সহজে প্রফেশনাল মানের মোবাইলের সাহায্যে অডিও এডিটিং করতে পারবেন। আপনি খুব সহজেই WaveEditor সফটওয়্যারটি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড অথবা আইফোনে ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারটি আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন সফটওয়্যার টি কিভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে একটি বিস্তারিত টিউটোরিয়াল ভিডিও উপরে দেওয়া আছে। তাহলে এখনি দেরি না করে উপরে থাকে ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন মোবাইল অডিও এডিটিং শেখার জন্য। আশাকরি উপরে টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই নিচের কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি আপনার কাছে কীরকম লেগেছে। আরেকটা কথা সফটওয়্যারটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন সফটওয়্যারটি ডাউনলোড অপশন নিচে দেওয়া আছে।
সফটওয়্যার টি নাম | WaveEditor |
ডেভলপারের নাম | Sound-Base Audio, LL ডেভেলপার |
মোট ডাউনলোড | ১,০০০,০০০+ |
সফটওয়্যার সাইজ | ১৫M সাইজ |
বর্তমান ভার্সন | 1.89 ভার্সন |
লাস্ট আপডেট | ২২ অক্টোবর, ২০২০ |
এন্ড্রয়েড ভার্সন | 4.3 এবং বেশি ভার্সন |
আশাকরি উপরে মোবাইল অডিও এডিটিং টিউটরিয়াল ভিডিওগুলো দেখে মোবাইল ভিডিও এডিটিং ও অডিও রেকর্ডিং সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। এখন যদি আপনার কোন প্রশ্ন থাকে অথবা কোন কিছু জানার আগ্রহ থাকে অবশ্য নিচে কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা সব সময় থেকে সব ধরনের সাহায্য করবো। পাশাপাশি মোবাইল ভিডিও এডিটিং টিউটোরিয়াল ভিডিওগুলো আপনার কাছে কীরকম লেগেছে নিচে কমেন্টে মাধ্যমে আপনার মূল্যবান মতামত আমাদেরকে শেয়ার করবেন।
সব সময় চেষ্টা করবেন ভালো মানের একটি মাইক্রোফোন ব্যবহার করতে অডিও রেকর্ডিং করার জন্য। পাশাপাশি এমন সময় অডিও রেকর্ড করবেন সেই সময় আপনার এলাকা অথবা আপনার বাড়ির আশেপাশে সাউন্ড অনেক কম হয়। সব থেকে বেশি ভালো হয় সকাল পাঁচটার সময় অথবা রাত্রে দশটার পরে অডিও রেকর্ড করলেন। আমি মনে করি ভাল মানের একটি মোবাইলে যদি ভালো মানে একটি মাইক্রোফোন ব্যবহার করে অডিও রেকর্ডিং করেন সব থেকে বেশি ভালো হবে।
Related Post :- কম্পিউটার-অডিও-এডিটিং |
বর্তমানে বাংলাদেশের বাজারে কম দামে অনেক ভালো ভালো মাইক্রোফোন পাওয়া যায়। সব সময় চেষ্টা করবেন আপনার বাজেট অনুসারে ভালো মানের একটি মাইক্রোফোন ক্রয় করে ব্যবহার করতে। অথবা আপনার মোবাইলের মাইক্রোফোন কোয়ালিটি যদি অনেক ভালো হয় আমি মনে করি আলাদা মাইক্রোফোন নাকি নাই ভালো। কারণ বর্তমানে অনেক ভালো ভালো মোবাইল পাওয়া যায় যে মোবাইলের মাইক্রোফোন কোয়ালিটি অনেক ভাল। যদি আপনার মোবাইলে মাইক্রোফোন কোয়ালিটি অনেক বাজে হয় তাহলে আলাদা একটি মাইক্রোফোন ক্রয় করে ব্যবহার করতে পারেন আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে।
এখনো যদি আপনার মোবাইল অডিও এডিটিং অথবা অডিও এডিটিং করতে কোন প্রকার সমস্যা হয় অবশ্যই আপনার সমস্যার কথা নিচে কমেন্ট এর মাধ্যমে আমাদের টিমকে জানাতে পারেন। সবসময় এইচডি ক্রিস্টাল ক্লিয়ার অডিও ব্যবহার করবেন। পাশাপাশি আপনার যদি ইউটিউব সম্পর্কে কোন প্রশ্ন থাকে অথবা কোন কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্টে মাধ্যমে আমাদের টিমকে প্রশ্ন করতে পারেন। BD Youtube Community টিমের মেম্বার আপাকে সব সময় সাহায্য করবেন। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ওয়েবসাইটে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Leave a Reply